On blurry dreams in concrete jungles, and the dust of your town's bylanes...


In Bangla, there's a term, 'Pichu Taan' (পিছু টান), i.e. a deep-seated attachment or bond with a place or person. It's a force that draws you back, despite your efforts to move forward.

This one is by a young poet, who finds himself reflecting on life's complexities while he rests on a worn-out bench in the park of his small town that's been a silent witness to thirty years of his life, flooding him in memories.

This town is so unassuming, just a small dot on the big map. But for people like him, it once held his whole life in it...and every time he comes back here, he can't help but search for pieces he had left behind.

As he pens these lines, he ponders on the dilemma faced by millions like him. They leave behind familiar comfort for the promise of better opportunities in concrete jungles, and he can't help but contemplate the true cost of this transition, the balance between what's gained & what's lost forever...

পিছু টান

ছোট শহর, বড়দের বইয়ের পাতায় হারিয়ে যায়,
আমাদের গল্প, স্মৃতির ঝুলি, মনের কোণে পায়।
ফিরে আসি, খুঁজি সেই ছোট্ট বেলার খেলা,
ডায়েরির পাতায় উঁকি দেয় চেনা সেই মুখগুলো হেলা।

স্বপ্নের পিছু ছুটে, ছেড়েছি সেই সব গলি,
বড় শহরের আলোয়, খুঁজে ফিরি সেই হারানো ছবি।
তবু মনের কোণে বাজে, সেই পুরনো গানের সুর,
মনে পড়ে যায় তার প্রতি খান, অতীতের মধুর।

কোলাহলের মাঝেও শুনি, সেই পুরনো দিনের ডাক,
গভীরে এক টান, যা ছাড়া যায় না, থাকে যাক।
সেই ছোট্ট শহরের সবকিছুর মাঝে,
পিছু টান, যা ছেড়ে যেতে দেয় না, মনে বাঁচে।

WIP...